Wellcome to National Portal
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd মার্চ ২০২৪

এলোকেশন অব বিজনেস

 

1[আ. জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ]

১.

পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এবং খনিজ সম্পদ সম্পর্কিত সকল নীতি এবং বিষয়সমূহ।

২.

পেট্রোলিয়াম এবং পেট্রোলিয়ামজাত পণ্য ব্যতীত খনিজ সম্পদ সম্পর্কিত নীতি।

৩.

[তেজস্ক্রিয় পদার্থ এবং পারমাণবিক জ্বালানি ছাড়াও অন্যান্য পেট্রোলিয়াম, গ্যাস এবং খনিজ সম্পদ সম্পর্কিত সাধারণ নীতি (নিয়ন্ত্রক ও উন্নয়ন)।]

৪.

পেট্রোলিয়াম অধ্যাদেশ, ১৯৭৪ (১৯৭৪ সালের XVI নং আইন) এবং বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ অধ্যাদেশ, ১৯৮৬ (১৯৮৬ সালের XI নং অধ্যাদেশ) এ উল্লিখিত বিষয়, যেখানে সরকার সংশ্লিষ্ট।

৫.

বাংলাদেশ খনিজ অনুসন্ধান ও উন্নয়ন কর্পোরেশন আদেশ, ১৯৭২ (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নং ১২০) এ উল্লিখিত বিষয়গুলি এখন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের সাথে একীভূত, যেখানে সরকার সংশ্লিষ্ট।

৬.

বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর সংক্রান্ত প্রশাসন, পরিকল্পনা, প্রোগ্রামিং এবং নীতি।

৭.

বাংলাদেশের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো, বিস্ফোরক পরিদপ্তর, বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট, [****] বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের প্রশাসন ও নিয়ন্ত্রণ।

৮.

এর সাথে সম্পর্কিত অন্য কোন বিষয়:-

 

(ক) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন।

 

(খ) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন।

 

(গ) বাংলাদেশ ভূত্বাত্তিক জরিপ অধিদপ্তর।

 

(ঘ) বিস্ফোরক পরিদপ্তর।

 

(ঙ) বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট।

 

(চ) খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো।

৯.

এই বিভাগে বরাদ্দকৃত বিষয়ের সকল আইন।

১০.

এ বিভাগ ও অধস্তন দপ্তর/সংস্থার বাজেট প্রণয়ন, সকল প্রশাসনিক বিষয় এবং আর্থিক বিষয়াদির নিয়ন্ত্রণ।

১১.

এ বিভাগে বরাদ্দকৃত যেকোনো বিষয়ে অনুসন্ধান এবং পরিসংখ্যান।

১২.

আদালতে নেওয়া ফি ব্যতীত এই বিভাগে বরাদ্দকৃত বিষয়ের জন্য ফি।

১৩.

আন্তর্জাতিক সংস্থাগুলির সাথে যোগাযোগ এবং চুক্তি ইত্যাদি সম্পর্কিত বিষয়গুলি।

 

 

নোট:

মন্ত্রিপরিষদ বিভাগের সংশোধিত বিজ্ঞপ্তি নং-সিডি-৪/১/৯৪-বিধি (অংশ-২)/৫৮, তারিখ: ১৫ মে ২০০১

মন্ত্রিপরিষদ বিভাগের সংশোধিত বিজ্ঞপ্তি নং-সিডি-৪/১/৯৪-বিধি (অংশ-২)/37(1০0)তারিখ: 19 মে 1999